পলাশবাড়ী প্রতিনিধি ►
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার কালুগাড়ী গ্রামে রোববার গভীর রাতে এক অগ্নিকা-ের ঘটনায় ৫টি গরু পুড়ে ভুস্মিভুত হয়েছে। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।
জানা গেছে, কালুগাড়ী গ্রামে শাহানুর মিয়া প্রতিদিনের মত রাতে খাওয়া দাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। এদিকে গভীর রাত ২টার দিকে গোয়ালঘরে কয়েলের আগুন থেকে এক অগ্নিকা-ের ঘটনা ঘটে। মুহুতের মধ্যে দ্রুত গোটা গোয়ালঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় এলাকাবাসি আগুন নেভানোর চেষ্টা করেও রক্ষা করতে পারেনি। পরে পলাশবাড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ৫টি গরু পুড়ে ভষ্মিভুত হয়। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।
পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মুহাম্মদ মশিউর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।